রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

আলোকিত রাঙ্গামাটিঃ-

প্রকাশিত: ১৫:১৩, ১১ জুন ২০২০

বজ্রপাতে মাইনীমুখ বনস্মৃতি বিশ্রামাগারে সোলার, ব্যাটারী বিস্ফোরিত

বজ্রপাতে মাইনীমুখ বনস্মৃতি বিশ্রামাগারে সোলার, ব্যাটারী বিস্ফোরিত

।। লংগদু প্রতিনিধি ।। রাঙামাটির লংগদু উপজেলায় বজ্রপাতে মাইনীমুখ বন স্মৃতি বিশ্রামাগারের সোলার প্যানেল ও ২টি ব্যাটারি সহ যন্ত্রপাতি বিস্ফোরণে সোলার সিস্টেম অকেজো হয়ে গেছে।

বৃহস্পতিবার (১১ জুন) লংগদু উপজেলার বনবিভাগের পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা ও মাইনীমুখ বনশুল্ক ফাড়ির ইনচার্জ শেখ ইয়াকুব আলী জানান, বুধবার মাঝ রাতের ঝড় বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাত ঘটে। এসময় বনবিভাগের মাইনীমুখ বন স্মৃতি বিশ্রামাগারের ২টি সোলার প্যানেলের ২টি বড় বারো ভল্টের ব্যাটারী বিস্ফোরিত হয়। সেই সাথে একটি স্টপলাইজার, ২টি সোলার প্যানেল সহ যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। বর্তমানে লংগদুতে ঠিকমত বিদ্যুৎ থাকে না। যা থাকে তাও লো-ভল্টেজের কারনে ঠিকমত বাতি জ্বলে না। যার কারনে মাইনীমুখ বন স্মৃতি বিশ্রামাগারের জন্য সোলার প্যানেল জরুরী প্রয়োজন। 

ওই কর্মকর্তা আরও জানান, বন স্মৃতি বিশ্রামাগারটি বেশিরভাগ সেনাবাহিনী ও বনবিভাগের ঊর্ধতন কর্মকর্তাগণ ব্যবহার করে থাকেন। তাই জরুরী ভিত্তিতে নতুন করে সোলার প্যানেল ব্যাবস্থা করার জন্য ঊর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা হয়েছে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়