রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

আলোকিত রাঙ্গামাটিঃ-

প্রকাশিত: ১৪:২৩, ৩০ মার্চ ২০২০

বন্দুক ভাঙ্গার মানুষের বাড়ী বাড়ী খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন ইউএনও

বন্দুক ভাঙ্গার মানুষের বাড়ী বাড়ী খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন ইউএনও

রাঙামাটি সদর প্রতিনিধিঃ- করোনায় আতংকে কর্মহীন হয়ে পড়া রাঙামাটির সদর উপজেলার বন্দুক ভাঙ্গার দুর্গম পাহাড়ী গ্রামের মানুষের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। 

সোমবার (৩০ মার্চ) সকালে রাঙামাটির বন্দুকভাঙ্গা ইউনিয়নের ১ নং ও ২ নং ওয়ার্ডের ৩০ পরিবার সহ মোট ৯টি ওয়ার্ডের ১৫০ পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা পৌঁছে দেন।

এ সময় রাঙামাটি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরুন কান্তি চাকমা, সদর উপজেলা ত্রাণ কর্মকর্তা তর্পণ দেওয়ান, সদর উপজেলা পিআইও অফিসের কর্মকর্তা হিরো বড়ুয়া সহ ওয়ার্ডের মেম্বারগণ উপস্থিত ছিলেন।

প্রতিটি পরিবারকে ১৫ কেজি চাল, ডাল, তেল, আলু, লবণ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দেয়া হয়।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ