রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

আলোকিত রাঙ্গামাটিঃ-

প্রকাশিত: ১৫:৫৪, ৩০ সেপ্টেম্বর ২০১৯

বরকলে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

বরকলে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

রাঙামাটির বরকল উপজেলা পরিষদ কার্যালয়ে, "জাতীয় কন্যা শিশু দিবস ২০১৯" উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে বরকল উপজেলা পরিষদ কার্যালয়ে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসা এর সভাপতিত্বে "জাতীয় কন্যা শিশু দিবস ২০১৯" উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরকল উপজেলা পরিষদের চেয়ারম্যান শ্রী বিধান কুমার চাকমা। বিশেষ অতিথি ছিলেন, বরকল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রীমতি সুচরিতা চাকমা, বরকল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ উপজেলাস্থ সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্হিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা কন্যা শিশুকে বোঝা মনে না করে তাকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে আহবান জানান। ছেলে মেয়ে নিয়ে ভেদাভেদ করবেন না। আপনার কন্যা শিশুই একদিন দেশের উন্নয়নে অংশীদারিত্ব করবে। মনে রাখবেন আমাদের দেশের প্রধানমন্ত্রী একদিন শিশু কন্যা ছিলেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়