রাঙামাটি । বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ , ১০ বৈশাখ ১৪৩১

আলোকিত রাঙ্গামাটিঃ-

প্রকাশিত: ১৮:১৮, ৩১ আগস্ট ২০১৯

বরকলে নতুন ভোটার তালিকায় ৩৫৪২ জন

বরকলে নতুন ভোটার তালিকায় ৩৫৪২ জন

ছবিঃ আলোকিত রাঙ্গামাটি


রাঙামাটির বরকল উপজেলায় ২০১৯ সালের ভোটার হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটার হয়েছেন তিন হাজার ৫৪২ জন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: শহিদুল ইসলাম জানান, উপজেলার পাঁচ ইউপিতে এবারে নতুন ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রমে ভোটার ফরম পূরণ করেছেন তিন হাজার ৭৭৩ জন। এরমধ্যে ছবি তুলেছেন তিন হাজার ৫৪২ জন।

তিনি আরো জানান, ফরম পূরণ বাকি ২৩১ জনের মধ্যে অনেকেই অনুপস্থিত। আবার অনেকের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় হালনাগাদ ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি। তবে যারা বিভিন্ন কারণে এবারের নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি তারা আগামী ২০২০ সালে নির্বাচন কমিশনের নির্দেশে ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন।

সূত্র বলছে, এবারে ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রমে সুবলং ইউপিতে ফরম পূরণ করেছেন ১০১৪ জন। এরমধ্যে পুরুষ ৫২৬ জন ও মহিলা ৪৭২ জনসহ সর্বমোট ৯৯৮ জন। বাদ পড়েছেন ১৬ জন।

বরকল ইউপিতে ফরম পূরণ করেছেন ৫৭৬ জন। এরমধ্যে পুরুষ ২৭৯ জন। মহিলা ২২৯ জনসহ ৫০৮ জন। বাদ পড়েছেন ৬৮ জন।

আইমাছড়া ইউপিতে ফরম পূরণ করেছেন ৫৬১ জন। এরমধ্যে পুরুষ ২৯৬ জন। মহিলা  ২২৫ জনসহ ৫২১ জন। বাদ পড়েছেন ৪০ জন।

ভূষণছড়া ইউপিতে ফরম পূরণ করেছেন ১২৮৭ জন। এরমধ্যে পুরুষ ৬৯১ জন। মহিলা ৫১০ জনসহ ১২০১ জন। বাদ পড়েছেন ৮৬ জন।

বড়হরিণা ইউপিতে ফরম পূরণ করেছেন ৩৩৫ জন। এরমধ্যে পুরুষ ১৬৩ জন আর মহিলা ১৫১ জনসহ ৩১৪ জন। বাদ পড়েছেন ২১ জন।

আলোকিত রাঙামাটি