রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

আলোকিত রাঙ্গামাটি ডেস্কঃ-

প্রকাশিত: ১৭:৪৯, ১৩ অক্টোবর ২০১৯

বরকলে বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে সমাবেশ ও মানববন্ধন

বরকলে বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে সমাবেশ ও মানববন্ধন

রাঙামাটির বরকলে বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) সকালে বরকল উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহায়তায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসা এর সভাপতিত্বে বাল্য বিবাহ নিরোধ দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ বরকল কার্যালয়ের সামনে একটি সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বিধান চাকমা। এছাড়াও  বরকল উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সমাবেশ ও মানববন্ধনে বক্তারা বলেন, বাল্য বিবাহ বন্ধে সরকারের শক্তিশালী অবস্থান ও কার্যক্রমের কারণে বাংলাদেশে বাল্য বিবাহ কমে আসছে। আপনারা ১৮ বৎসরের আগে ছেলে-মেয়েদের বাল্য বিবাহ দিবেন না। সকলেই সচেতন হোন। কোথাও এরকম ঘটনা ঘটলে ১০৯ নম্বরে কল করে সবাইকে আইনি সহায়তা নেয়ার আহ্বান জানান।


 

আলোকিত রাঙামাটি

সর্বশেষ