রাঙামাটি । বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ১৩ চৈত্র ১৪৩০

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৫:৫২, ১৫ আগস্ট ২০২০

বর্ষার শেষ দিন আজ, শরৎ সূচনা কাল

বর্ষার শেষ দিন আজ, শরৎ সূচনা কাল

কাশফুল, নীলাকাশ, সবুজ মাঠের চিরায়ত বাংলায় কালই হাজির হবে ঋতুর রানি শরৎ। ছবি: সংগৃহীত


বাংলার বর্ষা একেবারেই নিজস্ব। প্রকৃতির প্রাণ স্পন্দনের কারিগর এই ঋতু সবকিছুতেই সবুজ সমারোহ ছড়িয়ে দেয়। বাংলা পঞ্জিকা মতে আজ ৩১ শ্রাবণ; বর্ষার শেষ দিন। কাশফুল, নীলাকাশ, সবুজ মাঠের চিরায়ত বাংলায় কালই হাজির হবে ঋতুর রানি শরৎ।

বর্ষা এমনই এক ঋতু, যে কাউকে উদাস করে ফেলে। মনের ভেতরে লুকানো নিগূঢ় কোনো দুঃখবোধকে এক নিমিষে জাগিয়ে তুলতে পারে বর্ষা। আবার তা ধুয়েমুছে সাফও করে দিতে পারে। কবির মনেও গভীর ছায়া ফেলে এ ঋতু। তাইতো বর্ষাকে ঘিরে শত-সহস্র কবিতা লেখা হয়েছে বাংলা সাহিত্যে।

পঞ্জিকার হিসাব অনুসারে বর্ষা আজ চলে গেলেও কিছুদিন থেকে যাবে বাস্তবে। দু-একদিন বাদেই বৃষ্টি থেমে থেমে ঝরবে অঝোর ধারায়। আজও প্রায় সারাদেশেই কম-বেশি বৃষ্টি হচ্ছে। আগামী কয়েকদিন সারাদেশে এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

 

বর্ষার শেষ দিন আজ। ছবি: সংগৃহীত

 

শরৎ আসার আগেই নীল আকাশে সাদা তুলোর মতো মেঘ উড়ে বেড়াচ্ছে। নদীর কূল ঘেঁষে কাশের গুচ্ছ। মৃদুমন্দ বাতাসে দোল খাচ্ছে। প্রকৃতিপ্রেমীরা সময়টা দারুণ উপভোগ করতে ছুটছেন নদী কিংবা খাল-বিলের কিনারে। প্রিয় ঋতুর রঙ-রূপে নিজেকে খুঁজছেন কবিরা, শিল্পীরা।

শরৎ শুভ্রতার ঋতু। শরৎ মানেই স্নিগ্ধতা। ঋতু অনুসারে ভাদ্র-আশ্বিন মাসজুড়ে শরৎকালের রাজত্ব। শরৎকাল এলেই গ্রামবাংলার ঝোপঝাড়, রাস্তাঘাট ও নদীর দুই ধারসহ আনাচে-কানাচে মন মাতানো নাচানাচি দেখা যায় কাশফুলের। অজান্তেই তখন ভিন্ন রকম আনন্দের ঝিলিক বয়ে যায় মানুষের মনে। কাশফুল শারদীয়কে পূর্ণতা প্রদান করে। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রিয় শরৎকে স্বাগত জানিয়ে লিখেছিলেন, ‘আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালিমালা-/নবীন ধানের মঞ্জরী দিয়ে সাজিয়ে এনেছি ডালা/এসো গো শারদলক্ষ্মী, তোমার শুভ্র মেঘের রথে,/এসো নির্মল নীলপথে...’।

বিশেষজ্ঞদের মতে, শরতের চিরকালীন রূপ ও বৈচিত্র্য পরিবর্তমান আবহাওয়ার তোড়ে খানিকটা বদলে যাচ্ছে। বাংলাদেশের বিখ্যাত ষড়ঋতু এখন ক্রমেই অস্পষ্ট হয়ে যাচ্ছে। শরতের দিনগুলোর ভেতর চলে আসছে বর্ষার ছোঁয়া। সুস্পষ্ট শরতের আবির্ভাবের জন্য অপেক্ষা করতে হয়ে কিছুদিন।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ