রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

আলোকিত রাঙ্গামাটি ডেস্কঃ-

প্রকাশিত: ১৬:৪০, ১৪ ফেব্রুয়ারি ২০২০

বসন্ত উৎসবে মাতল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীরা

বসন্ত উৎসবে মাতল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীরা

পার্বত্য জেলা খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঋতুরাজ বসন্ত উৎসব পালন করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৯টায় জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় শিল্পকলার পলাশ তলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীরা নাচ, গান ও আবৃত্তির মাধ্যমে ঋতুরাজ বসন্তকে বরণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। 

অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিতেন বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন এডিশনাল এসপি এম.এম সালাউদ্দিন, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যন মো. শানে আলম, পৌর মেয়র রফিকুল আলম, স্থানীয় দৈনিক অরন্যবার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত প্রমুখ।

এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (২০২০-২০২২) ব্যবস্থাপনা পর্ষদের সদস্য নির্বাচিত হওয়ায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি কংজরী চৌধুরীকে শিল্পকলা একাডেমির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়