রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২:৩৯, ২৮ জুলাই ২০২০

বাংলাদেশকে ১০টি ব্রডগেজ রেলইঞ্জিন উপহার দিল ভারত

বাংলাদেশকে ১০টি ব্রডগেজ রেলইঞ্জিন উপহার দিল ভারত

ঈদ উপহার হিসেবে ভারতের দেয়া ১০টি ব্রডগেজ রেলইঞ্জিন বাংলাদেশে এসে পৌঁছেছে। সোমবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইঞ্জিনগুলো হস্তান্তর করা হয়।

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে ইঞ্জিনগুলো বাংলাদেশের কর্মকর্তারা গ্রহণ করেন। এ উপলক্ষে ঢাকায় রেল ভবনের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সে রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আসাদুজ্জামান নূর, রেলপথ সচিব মো. সেলিম রেজা, রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আর ভারতের পক্ষে যুক্ত ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, রেলপথ, শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল, রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদব ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস।

স্থায়ী বন্ধুত্বের নিদর্শন হিসেবে ১০টি ব্রডগেজ ডিজেল লোকোমোটিভ সরবরাহ করায় ভারতকে বিশেষ ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, ভারত যে উপহার আমাদের দিয়েছেন তাতে আমরা খুবই আনন্দিত। এটি দু’দেশকে আরও কাছাকাছি আনতে সহায়তা করবে। এটি আমাদের সেরা উপহার।

রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেন, দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে যৌথ বিবৃতির (প্যারা ২৭) আলোকে ভারতীয় রেলওয়ে বাংলাদেশ রেলওয়েকে ১০টি লোকোমোটিভ অনুদান হিসেবে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। এ লোকোমোটিভগুলো পেয়ে বাংলাদেশ রেলওয়ের ইঞ্জিন চাহিদা কিছুটা কমবে এবং পূর্বাঞ্চলের সঙ্গে পশ্চিমাঞ্চলের মধ্যে অধিক সংখ্যক যাত্রীবাহী এবং মালবাহী ট্রেন চালানো সম্ভব হবে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. জয়শঙ্কর বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক পারস্পরিক বিশ্বাস আর শ্রদ্ধার ভিত্তিতে রচিত। বাংলাদেশের অর্থনৈতিক, অবকাঠামো, নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে দু’দেশের মধ্যে সোনালি অধ্যায় চলছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, ইঞ্জিনগুলো ভারতের গেদে থেকে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্ট এলাকা দিয়ে দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে এসে পৌঁছায়। এ সময় ফুল ছিটিয়ে ইঞ্জিনগুলো বরণ করা হয়।

রেলইঞ্জিন গ্রহণের সময় দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর, রেল ভবন ঢাকার অতিরিক্ত মহাপরিচালক (আরএস) মনজুর-উল আলম চৌধুরী, পশ্চিম রাজশাহী রেলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, পশ্চিম রাজশাহী রেলের প্রধান প্রকৌশলী আল ফাত্তা মাসউদুর রহমান, জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট মীর লিয়াকত আলী প্রমুখ।

আলোকিত রাঙামাটি