রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৩২, ২৮ অক্টোবর ২০২০

বাংলাদেশের জন্য কোভিড-১৯ পরিকল্পনা অস্ট্রেলিয়ার

বাংলাদেশের জন্য কোভিড-১৯ পরিকল্পনা অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়া ২০২০-২০২১ সাল পর্যন্ত বাংলাদেশের জন্য কোভিড-১৯ সম্পর্কিত উন্নয়ন প্রতিক্রিয়া পরিকল্পনা প্রকাশ করেছে। আগামী দুই বছর কোভিড-১৯ সম্পর্কিত উন্নয়ন প্রতিক্রিয়া পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে অস্ট্রেলিয়ার সম্পূর্ণ সরকারি কাজের নির্দেশনা হিসেবে কাজ করবে। মঙ্গলবার ঢাকার অস্ট্রেলিয়ার হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

অস্ট্রেলিয়া দীর্ঘমেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, দক্ষতার উন্নয়ন, বেসরকারি খাতে সমর্থন এবং বিনিয়োগ করার ওপর জোর দেবে। রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অস্ট্রেলিয়ার অগ্রাধিকার থাকবে।

অস্ট্রেলিয়া জোর দেবে যাদের বিশেষ সুরক্ষা দরকার, বিশেষ করে নারী এবং মেয়ে শিশুরা এবং যারা শারীরিক ও মানসিক বিশেষভাবে চ্যালেঞ্জের মুখে।

অস্ট্রেলিয়া বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করবে নিশ্চিত করতে যে, কোভিড-১৯ সম্পর্কিত প্রোগ্রামগুলো মূল সরকারি উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অস্ট্রেলিয়া বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন অগ্রাধিকার, যা অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বলা হয়েছে, তা সমর্থন জানাতে প্রতিশ্রম্নতিবদ্ধ।

সূত্র:- যায়যায় দিন

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়