রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৭:৩০, ২৩ ফেব্রুয়ারি ২০২১

বাঘাইছড়িতে অগ্নিকান্ডে দুটি বসত ঘর পুড়ে ছাই

বাঘাইছড়িতে অগ্নিকান্ডে দুটি বসত ঘর পুড়ে ছাই

ছবিঃ আলোকিত রাঙ্গামাটি


বাঘাইছড়ি প্রতিনিধিঃ- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা এলাকায় বৈদ্যুতিক সর্ট সার্কিটের আগুনে সুভাষ চাকমা ওরফে জার্নাল বাবু নামে এক পাহাড়ির দুইটি বসত ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

খেদারমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা আগুনের বিষয়টি নিশ্চিত করেন। 

স্থানীয়রা জানান, বাড়ির মালিক সুভাষ চাকমা দীর্ঘদিন থেকে বাহিরে অবস্থান করছেন তার বাড়িতে স্নেহ রঞ্জন চাকমা ভাড়ায় থাকতেন। 

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে প্রতিবেশীরা হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের মানুষ ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু আশপাশে পানির সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। উপায় না দেখে জরুরি তথ্য সেবা ৯৯৯ নাম্বারে যোগাযোগ করলে দীঘিনালা ফায়ার স্টেশন থেকে একটি গাড়ী ছুটে আসলেও খারাপ সড়কের কারনে ঘটনা স্থলে পৌঁছাতে পারেনি ফলে ঘর দুটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। 

এতে আনুমানিক দশ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ