রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১১:৫৩, ২ জুলাই ২০২০

বাঘাইছড়ি ইউএনও আহসান হাবিব জিতুর মোবাইল নাম্বার ক্লোন

বাঘাইছড়ি ইউএনও আহসান হাবিব জিতুর মোবাইল নাম্বার ক্লোন

|| বাঘাইছড়ি প্রতিনিধি || রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব জিতুর সরকারী নাম্বারটি ক্লোন করা হয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তির কাছে উপজেলা নির্বাহী অফিসারের সরকারী মোবাইল নাম্বারটি ব্যবহার করে টাকা দাবী করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব জিতু।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ক্লোনের বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে এবং উপজেলা প্রশাসনের সরকারী ফেইসবুক পেইজে সকলকে সতর্ক থাকার আহবান জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব জিতু বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে কাচালং মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন ও কাচালং সরকারী কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান সহ বেশ কয়েকজনের কাছে টাকা দাবী করা হচ্ছে, বিষয়টি ইতোমধ্যে আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করা হয়েছে।

বাঘাইছড়ি থানার ওসি এমএ মনজুর বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে  দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে ।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়: