রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ০৯:৫১, ১৩ আগস্ট ২০২০

বাঘাইছড়ি থানার ওসি এমএ মনজুরকে পি,বি,আই এ বদলী

বাঘাইছড়ি থানার ওসি এমএ মনজুরকে পি,বি,আই এ বদলী

|| বাঘাইছড়ি প্রতিনিধি || রাঙামাটির বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ মনজুর কে পুলিশের বিশেষায়িত প্রতিষ্ঠান পুলিশ বুরো ইনভেস্টিগেশন (পিবিআই) এ বদলি করা হয়েছে।

বাঘাইছড়ি থানায় এমএ মনজুর এর স্থলাভিষিক্ত হয়েছেন কাপ্তাই চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফ উদ্দিন। 

বুধবার (১২ আগস্ট) সন্ধায় একে অন্যকে দায়িত্ব হস্তান্তর করেন। 

এ সময় সহকর্মী পুলিশ অফিসার ও সদস্যরা নবাগত ওসিকে বরণ ও বিদায়ী ওসিকে সংবর্ধনার আয়োজন করেন।

দীর্ঘ প্রায় ১৮ মাস বাঘাইছড়ি থানায় দায়িত্ব পালন করেছেন ওসি এমএ মনজুর এতে নির্বাচন সহ অনেক গুরুত্ব পূর্ণ দায়িত্ব খুবই সফলতার সহিত পালন করেছেন তিনি। এছাড়াও ১৮ই মার্চ নির্বাচন পরবর্তী সহিংসতায় সৃষ্ট জটিল পরিবেশে খুবই ধৈয্যধারন করে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে দায়িত্ব পালন করে পাহাড়ী ও বাঙ্গালীদের মাঝে শান্তি ও সহবস্থান বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছিলেন।

নির্বাচন পরর্বতী সহিংসতায় ৮ জন নির্বাচন কর্মী নিহত ও ৩৩ জন গুলি বৃদ্ধ হয়েছিলো এই ক্লান্তি কালে তিনি বাঘাইছড়ি বাসীর পাশে থেকে কাজ করে গিয়েছেন। তাই বাঘাইছড়িবাসী তাকে সম্মানের সহীত স্বরণ রাখবে বলে মনে করেন নবাগত ওসি মোঃ আশরাফ উদ্দিন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়