রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১১:২৯, ৩১ মে ২০২০

বাঘাইছড়ি প্রেস-ক্লাবের স্থায়ী ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন

বাঘাইছড়ি প্রেস-ক্লাবের স্থায়ী ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন

|| বাঘাইছড়ি প্রতিনিধি || রাঙামাটির বাঘাইছড়িতে প্রেস-ক্লাবের স্থায়ী ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। 

উপজেলা প্রশাসনের হস্তান্তর করা জমিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ২৫ লক্ষ টাকা ব্যায়ে এই ভবন নির্মাণ করছে। ৩ তলা বিশিষ্ট ভবনের ১ম তালার কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

রবিবার (৩১ মে) সকাল ১০টায় এই ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। দীর্ঘদিন অস্থায়ী কার্যালয়ে বাঘাইছড়ি প্রেস-ক্লাবের কার্জক্রম চলমান থাকায় ক্লাব কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে উপজেলা পরিষদ জেলা প্রশাসকের সাথে সমন্বয় করে স্থায়ী ভবন নির্মাণের জন্য জায়গা বরাদ্দ দেয়।

রাঙামাটি সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবিব জিতুসহ সংশ্লিষ্ট দপ্তরের সকলের সহযোগীতায় দীর্ঘদিন পর হলেও বাঘাইছড়ি প্রেস-ক্লাবের একটি স্থায়ী ভবন পাচ্ছে। তাই প্রেস-ক্লাব সভাপতি দীলিপ কুমার দাশ, সাধারন সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মামুন সহ সকল সদস্য ও শুভাকাঙ্খী সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়