রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১২:৪০, ৩০ জুলাই ২০২০

বাঘাইছড়িতে আগুনে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

বাঘাইছড়িতে আগুনে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ- রাঙামাটির বাঘাইছড়িতে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছে উপজেলা প্রশাসন। আগুনে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে নগদ ৩ হাজার টাকা, ৩ বান্ডিল ঢেউ টিন, ১ বস্তা চাউল, ৫ টি কম্বল বিতরণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১ ঘটিকায় এই সহায়তা প্রদান করা হয়। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন, সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মামুন, উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমার প্রতিনিধি রুবেল চাকমা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুধবার (২৯ জুলাই) রাত ৭ঃ৪০ মিনিটের সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে জীবঙ্গছড়ায় আগুনের সুত্রপাত হয় বলে জানা যায়। বিজিবি, পুলিশ ও স্থানীয় জনসাধারনের এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে নয়াব আলী, শাহ আলম ও বশির মিয়ার ঘর সম্পূর্ণ ভষিভুত হয়ে আনুমানিক দশ লাখ টাকার ক্ষতি সাধিত হয়। পরবর্তী সময়ে আরো সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবিব জিতু।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ