রাঙামাটি । বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ১৩ চৈত্র ১৪৩০

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ২৩:১৪, ২৪ ফেব্রুয়ারি ২০২১

বাঘাইছড়িতে ইউএনও’র কার্যালয়ে নিরাপত্তা জোরদার

বাঘাইছড়িতে ইউএনও’র কার্যালয়ে নিরাপত্তা জোরদার
ছবি:- আলোকিত রাঙ্গামাটি

নিজস্ব প্রতিবেদকঃ- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে রুপকারী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার ও জেএসএস (সংস্কার) দলের নেতা সমর বিজয় চাকমাকে গুলি করে হত্যার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তা জোরদার করা হয়েছে। নতুন করে আরো ৪ জন সশস্ত্র আনসার মোতায়েন করা হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধায় জরুরি এক বার্তা পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আনসার কমান্ডার সাইফুল ইসলাম।

উল্লেখ্য, বুধবার দুপুর ১২:৪৫ মিনিটের সময় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের পিআইও’র কক্ষে এলোপাতাড়ি গুলি চালিয়ে সমর বিজয় চাকমাকে হত্যা করে পাহাড়ি উপজাতি সস্ত্রাসীরা। এই ঘটনায় জেএসএস (সন্তু) লারমার দলকে দায়ী করেছে নিহত সমর বিজয় চাকমা’র পরিবার। তবে এ ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি এড়িয়ে যায় জেএসএস (সন্তু) দলের নেতা ত্রিদিপ চাকমা।

এদিকে, ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। পুলিশ ও বিজিবি’র পক্ষ থেকে টহল জোরদার করা হয়েছে। এই ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বাঘাইছড়ি থানার এস আই সাইদ আসাদ।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ