রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:৪৮, ২৩ আগস্ট ২০২০

বাঘাইছড়িতে ইউএনডিপি’র সহায়তা পেল সাত হাজার অসহায় পরিবার

বাঘাইছড়িতে ইউএনডিপি’র সহায়তা পেল সাত হাজার অসহায় পরিবার

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় (সাত হাজার) অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে (ইউএনডিপি)।

রবিবার (২৩ আগস্ট) সকাল ১০ টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলানয়তনে, বাঘাইছড়ি পৌরসভা এবং ৮টি ইউনিয়নে (সাত হাজার) পরিবারের মাঝে ত্রাণ বিতরণের উদ্বোধন করা হয়। এ সময় প্রত্যেক পরিবারকে ১৫ কেজি চাউল, ১ লিটার তৈল, ৫ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি মসূর ডাল, বীজ ৬ পেকেট, ৪টি মাস্ক বিতরণ করেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম। 

বাঘাইছড়ি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নুর নবী সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম।

বিশেষ অতিথি ছিলেন, বাঘাইছড়ি পৌরসভার মেয়র মোঃ জাফর আলী খান, বাঘাইছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা সহ স্থানীয় কাউন্সিলর ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে, খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম বলেন, ইউএনডিপি'র সহযোগীতায় বাঘাইছড়িতে (সাত হাজার) পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। আগামীতেও যেন এমন মানবিক সহায়তা বহাল থাকে সেই চেষ্টা করবো।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়