রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ২০:৫২, ২১ জুন ২০২০

বাঘাইছড়িতে এবার কৃষি ব্যাংকের ৩ কর্মকর্তার করোনা শনাক্ত

বাঘাইছড়িতে এবার কৃষি ব্যাংকের ৩ কর্মকর্তার করোনা শনাক্ত

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ- রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ সিনিয়র নার্স করোনা শনাক্তের পর এবার কৃষি ব্যাংকের ৩ কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বাঘাইছড়িতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাড়ালো ৮ জনে। 

বাঘাইছড়ি উপজেলা সাস্থ্য কর্মকর্তা ডা. ইফতেখার আহম্মদ এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার (২২ জুন) চট্রগ্রাম থেকে পাওয়া রিপোর্টে বাঘাইছড়ি উপজেলার কৃষি ব্যাংকের ৩ জন কর্মকর্তার পজিটিভ আসে। এ নিয়ে উপজেলায় মোট ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

প্রসঙ্গত, উপজেলায় গত ৭ জুন মাষ্টার পাড়ায় প্রথম ৭২ বছরের বৃদ্ধার করোনা শনাক্ত হয়, এরপর গত ৯ জুন বাবু পাড়ায় ৫৭ বছরের বৃদ্ধা ও ১০ জুন পশ্চিম মুসলিম ব্লক ২৭ বছর বয়সী যুবক এবং ১৪ জুন ২৮ বছরের স্বাস্থ্যকর্মীর ৪র্থ ব্যক্তি সিনিয়র নার্স ৩৮ বছর বয়সী এবং সর্বশেষ আজ কৃষি ব্যাংকের ৩ কর্মকর্তার করোনা শনাক্ত হয়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু বলেন, আগামীকাল সকালে ব্যাংকের বিষয়ে সিন্ধান্ত নেয়া হবে।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়: