রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

বাঘাইছড়ি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:৩০, ২৮ মার্চ ২০২০

বাঘাইছড়িতে করোনা সন্ধেহে ১২ পরিবার হোম কোয়ারেন্টাইনে

বাঘাইছড়িতে করোনা সন্ধেহে ১২ পরিবার হোম কোয়ারেন্টাইনে

বাঘাইছড়ি প্রতিনিধিঃ- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাধীন পশ্চিম মুসলিম পাড়া ব্লক এলাকায় স্থানীয় ১২ পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

শনিবার বেলা সাড়ে এগারোটার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু সরেজমিনের ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন। 

বাঘাইছড়ি পৌরসভাধীন ২নং ওয়ার্ডের পশ্চিম মুসলিম ব্লক এলাকায় এই ঘটনা ঘটে। এসময় উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী-বিজিবি ও পুলিশ বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

জানা গেছে, ঢাকা থেকে ট্রেনিং করে ফিরে আসা এক আনসার সদস্যের অসুস্থাবস্থায় আছে মর্মে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তার বাসা গিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে তার সাথে কথা বলে তার দেয়া ভাষ্যানুসারে শারীরিক অসুস্থতায় করোনা ভাইরাস সংক্রামকের প্রাথমিক লক্ষণ পরিলক্ষিত দেখতে পাওয়ায় এই সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন। উপজেলার এক মাত্র স্বাস্থ্য কেন্দ্রে করোনার কোন চিকিৎসা ব্যবস্থা না থাকায় অসুস্থ্য ব্যাক্তিকে চট্টগ্রামে পাঠানোর ব্যাপারে প্রস্তুতি নেয়া হচ্ছে।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়