রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ১৫:৩১, ২০ অক্টোবর ২০২০

বাঘাইছড়িতে জেএসএস’র দুই গ্রুপের বন্দুক যুদ্ধে নিহত ১

বাঘাইছড়িতে জেএসএস’র দুই গ্রুপের বন্দুক যুদ্ধে নিহত ১

 নিহত জেএসএস (এমএন) লারমা দলের কর্মী রতন চাকমা ছবি:- আলোকিত রাঙ্গামাটি


নিজস্ব প্রতিবেদকঃ- রাঙামাটির বাঘাইছড়ির বাবু পাড়ায় পাহাড়ী আঞ্চলিক দল জেএসএস (সন্তু) ও জেএসএস (এমএন) লারমা দলের দুই গ্রুপের বন্দুক যুদ্ধে রতন চাকমা (২৩) নিহত হয়েছে। নিহত রতন চাকমা জেএসএস (এমএন) লারমা সর্মথিত পাহাড়ী ছাত্র পরিষদের কাচালং সরকারী কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

জেএসএস (এমএন) লারমা দলের সাধারণ সম্পাদক জোসি চাকমা বলেন, ২০ অক্টোবর দুপুর দেড় টায় উপজেলার বাবু পাড়ায় মোটর সাইকেল যোগে ৩ জন সশস্ত্র জেএসএস (সন্তু)’র কর্মী অতর্কিত ব্রাশ ফায়ার করে। এ সময় দুই গ্রুপের মধ্যে শতাধিক রাউন্ড গুলিবিনিময় হয়। এতে ঘটনাস্থলে রতন চাকমা’র মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। ঘটনার পরপরই বিজিবি ও পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনা স্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ দুপুরে বাঘাইছড়ির বাবু পাড়া এলাকায় আঞ্চলিক দুটি রাজনৈতিক দলের মাঝে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এই ঘটনায় আমরা এখনো পর্যন্ত ১ জন মারা যাওয়ার কথা শুনেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি, বিস্তারিত পরে বলতে পারবো। 

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়