রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

বাঘাইছড়ি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ০৯:৫৭, ১৯ ফেব্রুয়ারি ২০২০

বাঘাইছড়িতে ট্রাক্টর উল্টে প্রাণ গেলো চালকের

বাঘাইছড়িতে ট্রাক্টর উল্টে প্রাণ গেলো চালকের

বাঘাইছড়ি প্রতিনিধিঃ- রাঙামাটির বাঘাইছড়ির সাজেক সড়কে ট্রাক্টর (৬ চাকা ট্রলি) উল্টে প্রাণ গেলো রিপন চাকমা (৩৩) নামের ট্রাক্টর চালকের।

এ সময় চালকের দুই সহযোগীও আহত হয়েছেন তারা হলেন, চক্ষণ চাকমা (২২) ও লক্ষি প্রিয় চাকমা (২৫)।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নিহত চালক উপজেলার বঙ্গলতলী এলাকার বিরুবাহু চাকমার ছেলে।

নিহতের বিষয়টি স্বীকার করে সাজেক থানার ওসি ইসরাফিল মজুমদার বলেন, ট্রলিটি সাজেক থেকে মাল বোঝাই করে বাঘাইছড়ি ফেরার সময় মাঝ পথে গাড়ীটি উল্টে গিয়ে চালক ও তার দুই সহযোগী মারাত্মক আহত হয়।

স্থানীয়রা উদ্ধার করে তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় চালক রিপন চাকমা মারা যায়।

দূর্ঘটনার শিকার গাড়ীটি উপজেলার ৩৫ নং বঙ্গলতুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জ্ঞানো কারবারি চাকমার বলে জানায় স্থানীয়রা। 

নিহতের লাশ ও আহতরা তাদের নিজ বাড়ীতেই বর্তমানে চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন আহতের বড় ভাই। 

দূর্ঘটনার বিষয়টি জানতে গাড়ীর মালিক বঙ্গলতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জ্ঞানো কারবারি চাকমার মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি দূর্ঘটনার বিষয়টি এড়িয়ে যান এবং তার গাড়ী দূর্ঘটনা ঘটায়নি বলেও দাবী করেন।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়