রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৩:৫৬, ২৬ নভেম্বর ২০২০

বাঘাইছড়িতে নো মাস্ক-নো সার্ভিস বাস্তবায়নে উপজেলা প্রশাসনের অভিযান

বাঘাইছড়িতে নো মাস্ক-নো সার্ভিস বাস্তবায়নে উপজেলা প্রশাসনের অভিযান

ওমর ফারুক সুমন, বাঘাইছড়ি প্রতিনিধিঃ- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ‘নো মাস্ক, নো সার্ভিস’ নিশ্চিত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন হাট বাজার ও বিপনি বিতানে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম ও এসিল্যান্ড মোহাম্মদ নওশাদ। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ উদ্দিন এসময় উপস্থিত ছিলেন। 

অভিযানের সময় ১ হাজার পথচারীর মাঝে মাস্ক ও সাবান বিতরণের পাশাপাশি ২টি খাবার হোটেল মালিককে সর্তক করে ৪,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, বাঘাইছড়িবাসীর কল্যাণে করোনা ভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আলোকিত রাঙামাটি