রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৩:২৪, ১৪ এপ্রিল ২০২১

বাঘাইছড়িতে পাঃ চঃ উঃ বোর্ড’র কার্যালয় আগুনে ভস্মীভূত

বাঘাইছড়িতে পাঃ চঃ উঃ বোর্ড’র কার্যালয় আগুনে ভস্মীভূত
ছবি:- আলোকিত রাঙ্গামাটি 

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদরে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প ব্যবস্থাপকের কার্যালয়ে ভয়াবহ আগুন লেগেছে। বেলা পৌনে ১২টার সময় আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আগুন নেভানোর চেষ্ঠা চালালেও প্রচন্ড রোদ্রের খরতাপে মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। ফলে পুরো অফিসটি আগুনে পুড়ে সম্পূর্ন ভাবে ভস্মীভূত হয়। এক ঘন্টা পর পার্শ্ববর্তী উপজেলা দিঘিনালা থেকে ফায়ার সার্ভিসের গাড়ী এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী প্রকল্প ব্যবস্থাপক সুচিত্র চাকমা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রকল্প ব্যবস্থাপকের কার্যালয় সম্পূর্ণ ভস্মীভূত হয়। আগুনে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


উল্লেখ্য, পর্যটন নগরী সাজেক ও দেশের সর্ববৃহৎ উপজেলা বাঘাইছড়িতে ফায়ার সার্ভিসের কোন স্টেশন না থাকায় প্রতিবছর আগুনে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হলেও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের কারো কোন ভূমিকা না থাকায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। এছাড়াও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জোর দাবী জানিয়েছেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়