রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৩:১৬, ২৯ এপ্রিল ২০২১

বাঘাইছড়িতে প্রধানমন্ত্রীর উপহার প্রদান

বাঘাইছড়িতে প্রধানমন্ত্রীর উপহার প্রদান
ছবিঃ আলোকিত রাঙ্গামাটি

ওমর ফারুক সুমন, বাঘাইছড়ি সংবাদদাতাঃ- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় করোনায় কর্মহীন অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিয়েছেন জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে বাঘাইছড়ি উপজেলা পরিষদ মাঠে ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৫০ জন হতদরিদ্র দুঃস্থ পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

এ সময় রাঙামাটির পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন, রাঙামাটি শাখা ডিজিএফআই এর কর্নেল জিএস কর্নেল মোঃ ইমরান ইবনে এ রউফ, এনএসআই এর যুগ্ম পরিচালক রিয়াজুদ্দিন, মারিশ্যা বিজিবি জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ আনোয়ার হোসেন ভুইঁয়া, বাঘাইছড়ি সার্কেল এএসপি আবদুল আওয়াল, বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবির প্রতিনিধি মেজর মোজাম্মেল, বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা, বাঘাইছড়ি পৌর মেয়র জাফর আলী খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, ওসি আনোয়ার হোসেন খান এবং বিভিন্ন রাজনৈতিক নেত্রীবৃন্দ ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর উপহার সামগ্রীর মধ্যে- ১০ কেজি চাউল, ১ কেজি চিনি, ২ কেজি আলু, ১ লিটার তৈল, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়