রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ১১:১৫, ১৯ ফেব্রুয়ারি ২০২১

বাঘাইছড়িতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ ১৬ মোটরসাইকেল আটক

বাঘাইছড়িতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ ১৬ মোটরসাইকেল আটক
ছবি:- আলোকিত রাঙ্গামাটি

নিজস্ব প্রতিবেদকঃ- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতুলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছে ১২ বীর বাঘাইহাট জোনের সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ টীম। অভিযান টের পেয়ে ইয়াবা পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে গেলে পরিত্যক্ত অবস্থায় ১৬ টি মোটরসাইকেল ও ফেলে যাওয়া ৮০ পিচ ইয়াবা, চাঁদা আদায়ের ৪টি  রশিদ বই এবং নগদ ১৩৩৫ টাকা  জব্দ করতে সক্ষম হয়।

বাঘাইছড়ি থানার উপ- পরিদর্শক সাইদ আসাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিলো একদল ইয়াবা পাচারকারী চক্র বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বঙ্গতুলী ইউনিয়নের বটতলা এলাকায়  সংঘবদ্ধ হয়েছে, তাদের ধরতে ১২ বীর বাঘাইহাট জোনের সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালায় পুলিশ। এ সময় যৌথ বাহিনীর অবস্থান টের পেয়ে গভীর জঙ্গলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় বাঘাইছড়ি থানার এসআই ইমতিয়াজ মাহমুদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

আলোকিত রাঙামাটি