রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১০:০৭, ২২ ফেব্রুয়ারি ২০২০

বাঘাইছড়িতে সন্ত্রাসীদের দু’পক্ষের গোলাগুলি

বাঘাইছড়িতে সন্ত্রাসীদের দু’পক্ষের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদরের তালুকদাপাড়া এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের দুইপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত তিন দফায় এ গুলিবিনিময় হয়।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ এম এ মঞ্জুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতের অন্ধকারে কে বা কাহারা গুলি বিনিময়ে জড়িত তা সঠিকভাবে বলতে পারছি না। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, উপজেলা সদরের মধ্যম বাঘাইছড়ি রাবার বাগান এলাকার স্কুলের পেছনে আঞ্চলিক দল জেএসএস মূল দল ও তাদের প্রতিপক্ষ সংস্কারপন্থী জেএসএস এর সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হয়। রাত ৮টা, সাড়ে নয়টা এবং সাড়ে ১০টার দিকে গুলি ও পাল্টা গুলির শব্দ শোনা যায়। এ সময় পুরো উপজেলা সদরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আলোকিত রাঙামাটি