রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

বাঘাইছড়ি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৮:২৫, ৩০ মার্চ ২০২০

বাঘাইছড়িতে সামাজিক দুরুত্ব নিশ্চিতকরণ বৃত্ত অঙ্কন

বাঘাইছড়িতে সামাজিক দুরুত্ব নিশ্চিতকরণ বৃত্ত অঙ্কন

বাঘাইছড়ি প্রতিনিধিঃ- করোনা ভাইরাসে জনসচেতনতার জন্য বাঘাইছড়ির চৌমুহনী ও উপজেলা মসজিদ মার্কেটে মুদি, ঔষধের দোকান সহ কাচাবাজারে সামাজিক দুরুত্ব বজায় রাখার জন্য রঙ দিয়ে গোল বৃত্ত একে দিলো সামাজিক সংগঠন হৃদয়ে বাঘাইছড়ির স্বেচ্ছাসেবীগণ। 

সামাজিক দুরুত্ব নিশ্চিত করার জন্য সর্বসাধারণ কে নির্দেশনা দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বাংলাদেশ সরকার। তারই পরিপ্রেক্ষিতে বাঘাইছড়িতে দোকানে যেন মানুষের ভিড় না জমে নির্দিষ্ট দুরত্ব থেকে পণ্য ক্রয় করেন তাই বিভিন্ন রঙ দিয়ে গোল বৃত্ত একে দিলেন স্বেচ্ছাসেবীরা। 

হৃদয়ে বাঘাইছড়ি বাঘাইছড়ি ইউনিটের সভাপতি মোঃ মামুন উদ্দিনের নেতৃত্বে এবং ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ রিপন এর সমন্বয়ে অংশ নেয় হৃদয়ে বাঘাইছড়ির বিভিন্ন ইউনিটের সদস্যগণ। 

হৃদয়ে বাঘাইছড়ির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভাপতি মাহমুদুল হাসান সোহাগ জানান, করোনা ভাইরাস প্রতিরোধে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের সকল উদ্যোগ কে সফলভাবে সম্পন্ন করতে হৃদয়ে বাঘাইছড়ি টিম সর্বদা প্রস্তুত।।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়