রাঙামাটি । বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ , ১০ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৩:৪২, ২৮ নভেম্বর ২০২০

বাঘাইছড়িতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি, ভোগান্তিতে সাধারণ মানুষ

বাঘাইছড়িতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি, ভোগান্তিতে সাধারণ মানুষ

ছবিঃ আলোকিত রাঙ্গামাটি


বাঘাইছড়ি প্রতিনিধিঃ- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কর্মীদের গত ২৬ নভেম্বর থেকে টানা কর্মবিরতির ফলে চরম দূর্ভোগে পরেছে সেবা নিতে আসা সাধারণ মানুষ। কর্মবিরতির ফলে টিকা না নিয়েই ফিরে যাচ্ছেন অসংখ্য শিশুর অভিভাবক। এ সময় তারা চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন।

 

 

বিষয়টি নিয়ে কথা বলতে কার্যালয়ে গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ ইফতেখার আহম্মেদ কে পাওয়া যায়নি। এই আন্দোলনের ফলে সরকারের হামরুবেলা টিকা কর্মসূচিটিও অনিশ্চিত হয়ে পরেছে।

 

 

 

আন্দোলনরত স্বাস্থ্য সহকারী সুমতি তালুকদার চাকমা জানান, বেতন বৈষম্য, নিয়োগ বিধি সংশোধন করা ১৯৯৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর প্রতিশ্রুতি যথাযথভাবে বাস্তবায়ন করা না হলে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক এই কর্মসূচী অনির্দিষ্ট কালের জন্য চলমান থাকবে।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়: