রাঙামাটি । বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ১৩ চৈত্র ১৪৩০

ওমর ফারুক সুমন (বাঘাইছড়ি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৮:৩০, ৬ জুন ২০২১

বাঘাইছড়িতে ১ দিনেই ৬ করোনা রোগী শনাক্ত, সচেতনতায় প্রশাসনের মাইকিং

বাঘাইছড়িতে ১ দিনেই ৬ করোনা রোগী শনাক্ত, সচেতনতায় প্রশাসনের মাইকিং
ছবি:- আলোকিত রাঙ্গামাটি 

ওমর ফারুক সুমন (বাঘাইছড়ি) প্রতিনিধিঃ- ভারত সীমান্তবর্তী রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় হঠাৎ করোনা শনাক্তের হার বেড়েছে। ভারতের মিজোরাম সীমান্তবর্তী এই উপজেলায় দীর্ঘদিন করোনাভাইরাস শনাক্তের হার শূন্যের কোঠায় থাকলেও রবিবার (৬ জুন) এর করোনা নমুনা পরীক্ষায় ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। আক্রান্ত ৪ জনকে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারান্টাইন ও ২ জনকে নিজ বাড়িতে কোয়ারান্টাইনে রাখা হয়েছে বলে নিশ্চিত করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।

এদিকে, উপজেলায় হঠাৎ করোনা শনাক্তের খবরে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ফলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বারতি সচেতনতায় রবিবার (৬ জুন) বিকালে মাইকিং এর পাশাপাশি উপজেলার বিভিন্ন হাট বাজার ও বিপনী বিতানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখায় বিসমিল্লাহ হোটেলের কাছ থেকে আর্থিক জরিমানা আদায়সহ মাস্ক পরিধান না করায় বেশ কয়েকজন পথচারীকেও জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম। এ সময় পথ চারিদের মাঝে মাস্ক বিতরণের পাশাপাশি অনেক প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ