রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৪:৪৮, ৬ জুলাই ২০২০

বাঘাইছড়িতে ২৫৬ জন কৃষক পেলেন সরকারী প্রণোদনার বীজ ও নগদ অর্থ

বাঘাইছড়িতে ২৫৬ জন কৃষক পেলেন সরকারী প্রণোদনার বীজ ও নগদ অর্থ

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ- মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশের এক ইঞ্চি জায়গাও খালী থাকবেনা কর্মসূচীর আওতায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৮টি ইউনিয়নের ২৫৬ জন কৃষকের মাঝে বিভিন্ন ধরনের শাক-সবজীর বীজ বিতরণ করা হয়েছে এবং তাদের নিজ ব্যাংক হিসাবে জনপ্রতি ১,৯৩৫ টাকা করে অনলাইনে প্রদান করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১০ ঘটিকায় প্রশাসনিক সম্মেলন কক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব বীজ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবিব জিতু। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু কাইয়ুম, আওয়ামী লীগের সহ সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মামুন সহ সংস্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকার ভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়