রাঙামাটি । মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ , ৯ বৈশাখ ১৪৩১

ওমর ফারুক সুমন (বাঘাইছড়ি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:৫১, ১৩ জুন ২০২১

বাঘাইছড়িতে ২৬০ জেলের মাঝে চাউল বিতরণ

বাঘাইছড়িতে ২৬০ জেলের মাঝে চাউল বিতরণ

ওমর ফারুক সুমন (বাঘাইছড়ি) প্রতিনিধিঃ- মাছের প্রজনন মৌসুমে নদী ও সামুদ্রিক মাছ ধরা নিষিদ্ধ করেছে বাংলাদেশ মৎস্য অধিদপ্তর। সে ধারাবাহিকতায় রাঙামাটি জেলা মৎস্য অধিদপ্তরের নিষেধাজ্ঞায় মাছ ধরা বন্ধ রেখেছে রাঙামাটির বাঘাইছড়ির সকল জেলে। এ সময় দরিদ্র জেলেদের অভাব দূরীকরণের লক্ষ্যে বাঘাইছড়ি পৌরসভাধীন ২৬০ জেলে পরিবারের মাঝে ৪০ কেজি করে মোট ১০ টন ৪০০ কেজি চাউল বিতরণ করা হয়।

রবিবার (১৩ জুন) সকাল ১০টায় উপজেলা খাদ্য গুদামে বাঘাইছড়ি পৌর মেয়র মোঃ জাফর আলী খান এর সভাপতিত্বে বিতরণের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কুন্দল রায়। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলবৃন্দ।

আলোকিত রাঙামাটি