রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৪:০৫, ৫ সেপ্টেম্বর ২০২০

বাঘাইছড়িতে ৩ প্রকল্পের উদ্বোধন করেছেন বৃষকেতু চাকমা

বাঘাইছড়িতে ৩ প্রকল্পের উদ্বোধন করেছেন বৃষকেতু চাকমা

ছবিঃ আলোকিত রাঙ্গামাটি


ওমর ফারুক সুমন, বাঘাইছড়িঃ- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় রাঙামাটি জেলা পরিষদের অর্থায়নে ৩ কোটি টাকা ব্যায়ে নির্মিত ৩টি প্রকল্পের উদ্বোধন করেছেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা। 

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার করেঙ্গাতুলী বাজারে ৩০ লক্ষ টাকা ব্যায়ে তৈরি উপজাতীয় কাঠ ব্যাবসায়ী ও জোত মালিক সমিতির ২য় তলা ভবন ও রুপকারী মগবান এলাকায় ২ কোটি ৩৭ লক্ষ টাকা ব্যায়ে ৩ তলা বিশিষ্ট কাচালং শিশু সদনের ছাত্রাবাস এবং ৩১ লক্ষ টাকা ব্যায়ে মগবান শাক্যমুনি বৌদ্ধ বিহারের ২য় তলা ভবন উদ্বোধন করেন।  

এসময় বিহার অধ্যক্ষ সাদা মনের মানুষ তিল কানন্দ মহাথেরো, কাচালং সরকারী কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলি হোসেন, সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মামুন, পৌর আওয়ামী লীগ সভাপতি মোঃ জমির হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক জগৎ দাশ সহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী, রূপকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্যামল চাকমা উপস্থিত ছিলেন।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়: