রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

বাঘাইছড়ি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ০৯:৩৭, ৬ এপ্রিল ২০২০

বাঘাইছড়ির কাচালং নদীতে নিখোঁজের ২ দিন পর বৃথা চাকমার মরদেহ উদ্ধার

বাঘাইছড়ির কাচালং নদীতে নিখোঁজের ২ দিন পর বৃথা চাকমার মরদেহ উদ্ধার

|| বাঘাইছড়ি প্রতিনিধি || রাঙামাটির বাঘাইছড়িতে কাচালং নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যাওয়া বৃথা চাকমা (৩২) এর মরদেহ ২ দিন পর ভেসে উঠেছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল ৬ টায় সেই একই জায়গা (গোপালের ঘাট) এলাকায় মরদেহ দেখতে পায় এক পথচারী। পরে স্বজনদের খবর দিলে তারা ঘটনাস্থলে ছুটে আসে। 

জানা যায়, স্থানীয় জেলেরা গতকালই পুরো এলাকা জাল দিয়ে ঘিরে রাখে, তাই লাশটি নদীর স্রোতে ভেসে যায় নি। বাঘাইছড়ি থানা পুলিশকে সংবাদ দেয়া হয়েছে। পুলিশ আসলে উদ্ধার তৎপরতা শুরু হবে। 

উল্লেখ্য, বৃথা চাকমা গত শনিবার (৪ এপ্রিল) নিজ বাড়ীর পাশে কাচালং নদীর গোপালের ঘাটে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। সে রুপকারী ইউনিয়নের ভক্ত পাড়া গ্রামের ত্রিলোশন চাকমার মেয়ে।

নিহতের বাবা ত্রিলোশন চাকমা বলেন, আমার মেয়ে মৃগী রোগে আক্রান্ত ছিলো, তাই পানিতে নেমে আর উঠতে পারেনি। মেয়ের লাশ ময়না তদন্ত না করার অনুরোধ জানিয়েছেন তিনি। 

বাঘাইছড়ি থানার ওসি এমএ মনজুর বলেন, ময়নাতদন্তের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বিবেচনা করবো।

আলোকিত রাঙামাটি