রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৪:১৮, ৭ আগস্ট ২০২০

বাঘাইছড়ির সেই অসহায় পরিবারের পাশে দাড়ালো কলেজ ছাত্র-ছাত্রীরা

বাঘাইছড়ির সেই অসহায় পরিবারের পাশে দাড়ালো কলেজ ছাত্র-ছাত্রীরা

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দূর্গম সাজেক ইউনিয়নের হাজা ছড়া শুকনা ছড়া গ্রামের হত দরিদ্র এক অসহায় পরিবারের পাশে দাড়িয়েছে রাঙামাটি, দিঘিনালা সহ খাগড়াছড়ি সরকারী কলেজের একদল ছাত্র-ছাত্রী।

শুক্রবার (৭ আগস্ট)  সকাল ১১ ঘটিকায় কলেজ ছাত্র-ছাত্রীদের দলটি বয়সের ভারে নতজানু প্রবীন জয়ন্ত কুমার চাকমা ও সুরেশ সোনা চাকমার পরিবারের পুরো মাসের খাদ্যশস্য নিয়ে পাশে দাড়ায়।

কলেজ ছাত্রদের দলে ছিলেন, বিধান চাকমা- রাঙামাটি কলেজ, ললিয়ন চাকমা, খাগড়াছড়ি কলেজ, কামনাশীষ চাকমা- দিঘীনালা কলেজ ,অসীম চাকমা- রাঙামাটি কলেজ, এনজয় চাকমা- খাগড়াছড়ি কলেজ, মনিষা চাকমা- রাঙামাটি কলেজ ও হ্যাপি চাকমা খাগড়াছড়ি কলেজ। এসময় জয়ন্ত কুমার চাকমার পরিবারকে আনুমানিক ১০ হাজার টাকা মূল্যের খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এতে রয়েছে চাউল ২ বস্তা, তেল ৫ লিটার, লবন ,শুটকি, আলু ,সাবান, কাপর চোপরসহ আরো অনেক নৃত্য পণ্য সামগ্রী। এসময় জয়ন্ত কুমার চাকমা ও তার স্ত্রী সুরেশ সোনা চাকমা খুবই আনন্দিত হওয়াসহ কজেল ছাত্র-ছাত্রীদের মঙ্গলার্থে প্রার্থনা করেন। 

উল্লেখ্য যে, গত ২২ শে জুলাই স্থানীয় আলোকিত রাঙ্গামাটি পত্রিকায় "বাঘাইছড়িতে প্রবীন এক দম্পতির বয়স্ক ভাতা পাবার আকুতি " শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরপরই উপজেলা প্রশাসন থেকে প্রবীন এই পরিবারকে বয়ষ্ক ভাতার আওতায় আনার ঘোষণা দেয়া হয়। সেই সংবাদের সূত্র ধরেই কলেজ ছাত্রদের মানবিক দলটি নিজেদের অর্থায়নে জয়ন্ত কুমার চাকমার পরিবারের পাশে দাড়ায় বলে জানা যায়।

আলোকিত রাঙামাটি