রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১২:৪০, ২২ নভেম্বর ২০১৯

বাঙালি যুবকের হাত ধরে উধাও পাহাড়ি মেয়ে, বাবার থানায় ডাইরি

বাঙালি যুবকের হাত ধরে উধাও পাহাড়ি মেয়ে, বাবার থানায় ডাইরি

রাঙামাটির বাঘাইছড়িতে বাঙালি যুবকের হাত ধরে প্রিয়া চাকমা (১৮) নামে এক কলেজ ছাত্রীর উধাও হয়েছে। উক্ত ছাত্রী উপজেলার বঙ্গলতুলী ইউনিয়নের কাট্রলী এলাকার জৈনক শিশির চাকমার মেয়ে বলে জানিয়েছে স্থানীয়রা। 

শিশির চাকমা পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল জেএসএস এমএন লারমা দলের বঙ্গলতুলী ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক বলে নিশ্চিত করেছে সংগঠনটির একাধিক নেতা। নিরাপত্তা জনিত কারনে বেশ কয়েকমাস ধরে বাঘাইছড়ি সদরে ভাড়া বাসায় বসবাস করেন। 

জানা যায়, বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে কাচালং সরকারী কলেজে এইচএসসি টেষ্ট পরীক্ষা দেয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়ে স্প্রিীট বোড যোগে নদী পথে মুসলিমব্লক এলাকার মোঃ মহব্বত আলীর ছেলে মোঃ ইলিয়াস আলী (২৩) এর সাথে পালিয়ে যায়। পরীক্ষা হলে অনুপস্থিত থাকায় কলেজ থেকে প্রিয়া চাকমার বাবার সাথে যোগাযোগ করা হলে বিষয়টি জানাজানি হয়। পরে পরিবারের পক্ষ থেকে খোঁজাখোঁজির এক পর্যায়ে জানা যায় সে নদী পথে রাঙামাটি চলে যায়। খোঁজ নিয়ে জানা যায় মোঃ ইলিয়াস আলী বিবাহিত, তার একটি কন্যা সন্তানও রয়েছে।

এ বিষয়ে মেয়ের বাবা শিশির চাকমা বলেন, আমি থানায় লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি নিয়েছি। বাঘাইছড়ি থানার ওসি এমএ মনজুর বিষয়টি শুনেছেন এবং লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নিবেন বলে নিশ্চিত করেন।
 

আলোকিত রাঙামাটি