রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

রাজস্থলী প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১০:৫০, ১৬ জানুয়ারি ২০২০

বাঙ্গালহালিয়া আবাসিক মগদ্বেশ্বরী মাতৃমন্দিরের মহোৎসব সম্পন্ন

বাঙ্গালহালিয়া আবাসিক মগদ্বেশ্বরী মাতৃমন্দিরের মহোৎসব সম্পন্ন

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় বুধবার (১৫ জানুয়ারি) বাঙ্গালহালিয়া আবাসিক হিন্দু পাড়া সার্বজনীন শ্রী শ্রী মগদ্বেশ্বরী মাতৃমন্দিরের ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভ উত্তরায়ণ তিথিতে মহতী ধর্মসভা ও অষ্ট প্রহরব্যাপী শ্রী শ্রী অখন্ড হরিনামযঞ্জ ও মহোৎসব সম্পন্ন হয়েছে। 

মহোৎসব উপলক্ষে গত ১৪ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৭ ঘঠিকার সময় মন্দির প্রাঙ্গণে এক মহতী ধর্মসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উৎসব উদযাপন কমিটির সভাপতি হারাধন দাশ। 

অনুষ্ঠানে প্রধান ধর্মীয় আলোচক ছিলেন, বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অভোদানন্দ গিরি মহারাজ, শ্রী শ্রী মহানাম সংকীর্ত্তনযঞ্জের শুভ অধিবাস পৌরহিত্য করেন বাঙ্গালহালিয়া শ্রী শ্রী মদন গোপন গিরিধারী সেবাকুঞ্জের অধ্যক্ষ শ্রী মাদব দাস বাবিজী। 

অনুষ্ঠান পরিদর্শন করেছেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঞোমং মারমা, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, নজরুল ইসলাম, মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রিয়লাল দত্ত, পুলক চৌধুরী, অরুন সেন, সুজিত কুমার কর, প্রবির দত্ত, আশিষ বিশ্বাস, বিকাশ বিশ্বাস, লিটন দাশ, লিটন দত্ত, অজিত চন্দ্র তালুকদার, নয়ন চৌধুরী, পুলক সাহা, জিকু বসাক প্রমুখ। 

বুধবার দ্বিপ্রহরে শ্রী শ্রী মায়ের পূজা ও ভোগ নিবেদন শেষে আনন্দ বাজারে মহাপ্রসাদ আস্বাদন করা হয়। উৎসবে মহাপ্রসাদ নিতে আশা ভক্তদের সাথে আনন্দ বাজারে মহাপ্রসাদ আস্বাদন করেন ইউপি চেয়ারম্যান ও অতিথিবৃন্দ।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ