রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৮:৪০, ৬ জুলাই ২০২০

বাঙ্গালহালিয়া বাজারে ডাস্টবিন ও ট্রলিগাড়ী বিতরণ

বাঙ্গালহালিয়া বাজারে ডাস্টবিন ও ট্রলিগাড়ী বিতরণ

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধিঃ- রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ঐতিহ্যবাহী বাঙ্গালহালিয়া বাজারে উপজেলা পরিষদের এডিবি'র অর্থায়নের বরাদ্দকৃত ডাস্টবিন ও ট্রলিগাড়ী বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১০ ঘটিকার সময় বাঙ্গালহালিয়া বাজার যাত্রী ছাউনি প্রাঙ্গনে বাজার ব্যবসায়ী কল্যান সমবায় সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন এর উপস্থাপনায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী কল্যান সমবায় সমিতির সভাপতি শামসুল আলম।

এ সময় উপজেলা চেয়ারম্যানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান তথা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ঞোমং মারমা।

বিতরণ কালে চেয়ারম্যান বলেন, উপজেলা পরিষদে সমন্বয় মিটিংয়ে বাজারে পরিস্কার পরিচ্ছন্নতা রক্ষা যতযত্র ময়লা আর্বজনা ফেলে পরিবেশ দূষণ না করার লক্ষে নির্দিষ্ট স্থানে ডাস্টবিনে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দূষণ মুক্ত রাখার বিষয়ে পরিষদ হতে বরাদ্দ প্রদানের জন্য জোর সুপারিশ করা হয়।

বিষয় টি উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা বিবেচনা করে এডিবি হতে বরাদ্দ প্রদান করেন। তারই ধারবাহিকতায় বাঙ্গালহালিয়া ব্যবসায়ী কল্যান সমবায় সমিতি প্রকল্পটি বাস্তবায়নের লক্ষে পদক্ষেপ গ্রহণ করেন। ডাস্টবিট ও ট্রলিগাড়ীর বরাদ্দ প্রদানে উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা কে আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন বাঙ্গালহালিয়া  এলাকাবাসী।

ডাস্টবিন বিতরণের সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য জাহাঙ্গির আলম চৌধুরী, মং উ মারমা, আওয়ামী লীগ নেতা বিশ্বনাথ চৌধুরী, কামাল হোসেন, বাজার পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক অরুন সেন, রফিক হাওলাদার প্রমুখ।

আলোকিত রাঙামাটি