রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১৬:২৭, ১০ মে ২০২০

বাঙ্গালহালিয়ায় কৃষকের ধান কেটে দিলেন ইউনিয়ন ছাত্রলীগ কর্মীরা

বাঙ্গালহালিয়ায় কৃষকের ধান কেটে দিলেন ইউনিয়ন ছাত্রলীগ কর্মীরা

রাজস্থলী প্রতিনিধিঃ- সম্প্রতি নভেল করোনা ভাইরাস (কোভিড -১৯) এর প্রাদুর্ভাবে গোটা বিশ্ব স্থবির, কর্মহীন হয়ে পড়েছে লক্ষলক্ষ মানুষ। লোকশান গুনতে হচ্ছে কৃষকের। তার মধ্যে সামান্য কিছু অবদান রাখতে এগিয়ে এসেছে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা।

সোমবার (৯ মে) সকাল ১১টায় রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে হেডম্যান পাড়া গরিব অসহায় কৃষক আবদুল মান্নান এর প্রায় ৩ কানি ধান্যজমির ধান কেটে দেয়া ছাত্রলীগের নেতা কর্মীরা।

কৃষক আব্দুল মান্নান বলেন, লক ডাউনের কারনে আমরা ধান ঘরে তুলতে পারছিনা, বাজারজাত করা তো দূরের কথা ধান কেটে ঘরে তুলতেই গুনতে হচ্ছে লোকশান। আর এসময় ছাত্রলীগের ছেলেরা বিনা পারিশ্রমিকে স্বেচ্ছায় ধান কেটে দেয়ায় পাশে দাড়ানোর জন্য তাদের ধন্যবাদ জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নয়ন চৌধুরী, বাঙ্গালহালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি মাইনুউদ্দিন, সহ সভাপতি বিপ্লব, সাধারণ সম্পাদক সাহেদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হৃদয় কমর্কার, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন হৃদয়, দপ্তর সম্পাদক সয়ন দে, আরফাত, সাকিব, সিমু, বিজয়, পাভেজ, রাশেদ, মোঃ সুমন প্রমুখ।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়