রাঙামাটি । বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ , ১০ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৪:৪০, ২৯ জুলাই ২০২০

বান্দরবানে দুই কোটি টাকার বার্মিজ ইয়াবা উদ্ধার

বান্দরবানে দুই কোটি টাকার বার্মিজ ইয়াবা উদ্ধার

নাইক্ষ্যংছড়ি এলাকা থেকে ৮০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার


বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি এলাকা থেকে ৮০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা। 

বুধবার (২৯ জুলাই) দুপুরে বডার গার্ড (বিজিবি) সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো.শরিফুল ইসলাম জানান, মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় চোরাকারবারিদের লক্ষ্য করে দুই রাউন্ড ফায়ার করলে তারা গহীন জঙ্গলে পালিয়ে যায়।

অভিযান প্রসঙ্গে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, গোপন সংবাদে জানা যায়- ইয়াবা ব্যবসায়ীরা বিপুল পরিমাণ ইয়াবার চালান মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করাচ্ছে। টহলদল দেখতে পায় চার চোরাকারবারি পাহাড়ি এলাকা দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে আসছে। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দৌড়ে পাহাড়ি জঙ্গলের ভেতরে পালানোর চেষ্টা করে। এ সময় তাদের লক্ষ্য করে দুই রাউন্ড ফায়ার করা হলে তারা ব্যাগ ফেলে গহিন জঙ্গলে পালিয়ে যায়।

চোরাকারবারিরা গুলিবিদ্ধ হয়েছে কিনা সে বিষয়ে জানা যায়নি বলেও জানান তিনি।

আলোকিত রাঙামাটি