রাঙামাটি । বুধবার, ০৮ মে ২০২৪ , ২৪ বৈশাখ ১৪৩১

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ১১:২৪, ২৩ জানুয়ারি ২০২১

বান্দরবানে পর্যটকবাহী মাইক্রোবাসে ট্রাকের ধাক্কা, আহত ৬

বান্দরবানে পর্যটকবাহী মাইক্রোবাসে ট্রাকের ধাক্কা, আহত ৬
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদকঃ- বান্দরবানে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস আরোহী ছয় পর্যটক আহত হয়েছেন। শুক্রবার রাতে শহরের বাসস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- চট্টগ্রামের হালিশহরের ওমর ফারুক, আবুল কাশেম, আনোয়ার হোসেন, মো. রিয়াদ উদ্দিন, মেহেদী চৌধুরী, নিয়াজ।

স্থানীয়রা জানায়, হালিশহর থেকে মাইক্রোবাসে করে বান্দরবানে বেড়াতে যাচ্ছিলেন ওই ছয়জন পর্যটক। রাতে মাইক্রোবাসটি বান্দরবান বাসস্টেশন এলাকায় প্রবেশ করতেই বিপরীতমুখী একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ছয় পর্যটক আহত হন। পরে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিস। একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

বান্দরবান সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ওই এলাকায় কোনো ধরনের ট্রাফিক জ্যাম যাতে না হয় সে উদ্দেশ্যে কাজ করছি।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়