রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১০:১৮, ৭ জুন ২০২০

বান্দরবানে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর করোনায় আক্রান্ত

বান্দরবানে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর করোনায় আক্রান্ত

ফাইল ছবি


বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি সহ বান্দরবানে শনিবার (৬ জুন) নতুন করে ৯ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৬ জন। 

বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা এইতথ্য নিশ্চিত করে জানান, কক্সবাজার ল্যাবে নমুনা পরীক্ষায় এ ফলাফল আসে। পার্বত্য মন্ত্রী বর্তমানে বান্দরবানের নিজ বাসভবনে রয়েছেন। 

রোববার সকালে চিকিৎসার জন্য তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) প্রেরণ করা হবে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভাল থাকলেও জ্বর সর্দি-কাশি থাকায় তাকে প্রাতিষ্ঠিনিক আইসোলেশনে পাঠানো হচ্ছে। 

সিভিল সার্জন আরো জানান, এই পর্যন্ত বান্দরবানে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪শত ৬০ জনের তার মধ্যে রির্পোট মিলেছে ৯শত ১০ জনের, এদের মধ্যে ৪৬ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন। তিনি আরো জানান, জেলায় করোনা নিয়ে কোন ব্যক্তির মৃত্যু হয়নি।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়: