রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

আলোকিত রাঙ্গামাটিঃ-

প্রকাশিত: ১২:৫৫, ২৪ ডিসেম্বর ২০১৯

বান্দরবানে বন্যহাতির তাণ্ডবে প্রাণ গেল ঘুমন্ত কৃষকের

বান্দরবানে বন্যহাতির তাণ্ডবে প্রাণ গেল ঘুমন্ত কৃষকের

বান্দরবানে এক কৃষকের বাড়িতে বন্যহাতির আক্রমণে ঘুমন্ত এক কৃষক মারা গেছেন। মঙ্গলবার ভোরে নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউপির নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম সিদ্দিক আহমদ।

সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান অ্যানিং মারমা জানান, নতুনপাড়া গ্রামে সাত বাঙালিসহ অন্তত ৩৫ পরিবার বসবাস করে। ধান খাওয়ার জন্য ভোরে চার-পাঁচটি বন্যহাতি পাহাড় থেকে ওই গ্রামে নেমে আসে। তার মধ্যে একটি হাতি সিদ্দিক আহমদের বাড়িতে ধান খাওয়ার জন্য যায়। এ সময় বন্যহাতির আক্রমণে পুরো ঘরটি ধসে পড়লে কৃষক সিদ্দিক ঘুমন্ত অবস্থায় ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি ইউএনও সাদিয়া আফরিন কচি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি আনোয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার এবং নগদ টাকা দেয়া হয়েছে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়