রাঙামাটি । বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ১৩ চৈত্র ১৪৩০

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১১:০৩, ১৮ ডিসেম্বর ২০২০

বান্দরবানের প্রথম নারী জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি

বান্দরবানের প্রথম নারী জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি

বান্দরবানের প্রথম নারী জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি

বান্দরবানের প্রথম নারী জেলা প্রশাসক হয়েছেন ইয়াসমিন পারভীন তিবরীজি। তিনি দীর্ঘদিন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। প্রজ্ঞাপনে আরো ১০ জেলায় নতুন প্রশাসক নিয়োগের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, ইয়াসমিন পারভীন তিবরীজি ২২তম বিসিএসে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়েছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে প্রথম বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয় থেকে ‘গভরনেন্স অ্যান্ড পাবলিক পলিসি বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ইয়াসমিন পারভীন তিবরীজি ২০১২ সালে বান্দরবান সদরের ইউএনও এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ইয়াসমিন পারভীন তিবরীজি রাঙামাটির কাপ্তাই উপজেলার বাসিন্দা। তার বাবা সৈয়দ শামসুদ্দীন আহমদ তিবরীজিও বিসিএস ক্যাডার ছিলেন।

আলোকিত রাঙামাটি