রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৭:৫১, ১০ ফেব্রুয়ারি ২০২০

পাহাড়িকা পাবলিক স্কুল

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধিঃ- রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাহাড়িকা পাবলিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকার সময় বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

হারাধন কর্মকার'র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ঝন্টু কুমার বড়ুয়া। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। 

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমা, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বিভীষন চাকমা, ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঞোমং মারমা, চন্দ্রঘোনা থানার ওসি তদন্ত, শফিকুল আলম, এস আই আউয়াল হোসেন, বাঙ্গালহালিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ সোলাইমান, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, নজরুল ইসলাম, লিচুবাগান সেন্ট্রাল ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক মোঃ সোলাইমান, পাহাড়িকা পাবলিক স্কুলের সহ-সভাপতি মোঃ শামসুল আলম, প্রধান শিক্ষক তারিকুজ্জামান, বিশ্বণাথ চৌধুরী, ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আদুমং মারমা, মংচিং চৌধুরী,আইয়ুব চৌধুরী, বদিউল আলম, নূরুল আফসার, উনুমং মারমা, ইসমাইল হোসেন, ডাঃ মাহমুদুল হাসান, প্রিয় লাল দত্ত প্রমুখ।

আলোচনা সভা শেষে, বাঙ্গালহালিয়া ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূর্বে বাঙ্গালহালিয়া বটতলা এলাকায় পাহাড়িকা পাবলিক বালিকা স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, শিক্ষা জাতীর মেরুদণ্ড, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, পাহাড়িকা পাবলিক স্কুল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে আসছে বলে তিনি মন্তব্য করেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়