রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

খেলা ডেস্কঃ-

প্রকাশিত: ১১:১০, ৩ ডিসেম্বর ২০১৯

বার্সেলোনা ১২, রিয়াল মাদ্রিদ ১১

বার্সেলোনা ১২, রিয়াল মাদ্রিদ ১১

ফাইল ফটো


রেকর্ড ষষ্ঠবারের মতো ফিফা ব্যালন ডি’অর জিতলেন বার্সেলোনার ক্ষুদে জাদুকর লিওনেল মেসি। এর মধ্য দিয়ে তিনি ছাপিয়ে গেলেন চির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর ৫টি ব্যালন ডি’অরকে। 

সোমবার রাতে ঘোষিত এই পুরস্কারের মধ্য দিয়ে দ্বাদশবারের মতো বার্সেলোনার ফুটবলাররা এই পুরস্কার জিতে নিলো। এর ফলে তারা ছাড়িয়ে গেলো রিয়াল মাদ্রিদের ১১টি ব্যালন ডি’অরকে। সমান আটটি করে ব্যালন ডি’অর জিতে পরের স্থানেই আছে ইতালিয়ান ক্লাব এসি মিলান ও জুভেন্টাস।

১৯৬০ সালে প্রথমবার বার্সার হয়ে এই পুরস্কার জেতেন লুইস সুয়ারেজ। ১৩ বছর পর বার্সার দ্বিতীয় ব্যালন ডি’অর এনে দেন ইয়াহান ক্রুইফ। পরের বছর আবারো তিনি জিতে নেন পুরস্কারটি। 

এরপর ১৯৯৪ সালে এই পুরস্কার জেতেন বার্সার রিস্তো স্তইচকোভ, ১৯৯৯ সালে রিভালদো এবং ২০০৫ সালে রোনালদিনহো। এরপর শুধুই মেসি। মেসির ৬টি ব্যালন ডি’অরে বার্সেলোনার ট্যালি রিয়াল মাদ্রিদকে টপকে যায়। 

রিয়ালের হয়ে প্রথম ব্যালন ডি’অর জয় করেন আলফ্রেডো ডি স্টেফানো, ১৯৫৭ সালে। দুই বছর পর ১৯৫৯ সালে আবারো পুরস্কারটি ঘরে তোলেন তিনি। 

এরপর রেইমন্ড কোপা, লুইস ফিগো, ফ্যাবিও ক্যানাভারো, ক্রিশ্চিয়ানো রোনালদো (৪টি) ও লুকা মদ্রিচ সান্তিয়াগো বার্নাব্যুতে নিয়ে আসেন ব্যালন ডি’অর। 

১৯৯৭ সালে ইন্টারের হয়ে ব্যালন ডি’র জিতেছিলেন রোনালদো নাজারিও। কিন্তু সে বছরের কিছু সময় তিনি বার্সার হয়েও খেলেছিলেন। একই রকম ঘটনা ঘটেছিলো ফিগো ও ক্যানাভারোর সঙ্গেও। তারাও মৌসুমের অর্ধেক সময় অন্য ক্লাবে কাটিয়েছিলেন। 

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়