রাঙামাটি । বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ১৩ চৈত্র ১৪৩০

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১১:৩১, ২৬ নভেম্বর ২০২০

বাড়িতে ঘুরে বেড়ায় গহীন জঙ্গলের সজারু

বাড়িতে ঘুরে বেড়ায় গহীন জঙ্গলের সজারু

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বড় সাঁওতালপাড়া বা প্রদীপপাড়ায় মনের মতো ঘুরে বেড়ায় গৃহপালিত সজারু। ঘরের এক কোনে বিছিয়ে দেয়া খড়ে মন চাইলে ঘুমায়। দিনের বেশিরভাগ সময়ে পুরো বাড়ি ঘুর ঘুর করে বেড়ায়।

পোষমানা এই সজারু দেখতে চেংগী নদী পার হয়ে ছুটে আসেন দর্শনার্থীরা। প্রাণিটি চাকমা সম্প্রদায়ে খুদুক, মারমায় প্রু, ত্রিপুরায় মাসুংদুই ও সাঁওতাল সম্প্রদায়ে ঝিন্ক নামেই পরিচিত। 

সামাই সাঁওতালের ছেলে বর্ষ সাঁওতাল জানান, সব ধরনের খাবারই খায় এ প্রাণিটি। তবে বাঁশকুড়ুল, ভাত, দুধ এসব বেশি পছন্দ করে। ঘরের ওপর দিয়ে দৌড়ে বেড়ায় সজারুছানা। তার চলার পথে কেউ বাধা দিলেই মেলে দেয় গোটা শরীরের কাটা। 

সামাই সাঁওতালের স্ত্রী জবা জানান, গত ভাদ্র মাসে জঙ্গলে তরকারি খুঁজতে গিয়ে সজারুর ছানাটিকে পানিতে পড়ে থাকতে দেখেন তিনি। এর পর ছানাটি তুলে বাড়িতে নিয়ে আসেন। সেই ছোট্ট প্রাণিটি আজ অনেক বড় হয়েছে। বর্তমানে প্রাণিটি তাদের পরিবারের সদস্যর মতো। সবাই তাকে আদর করে। গায়ে হাত বুলিয়ে দিলে মনের আনন্দে ঘুমায়।

খাগড়াছড়ি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নুরুল আফসার বলেন, এই প্রাণি তো লোকালয়ে পোষ মানার কথা না। এটার গায়ের কাটাগুলো খুবই বিপদজনক। এর থেকে দূরে থাকাই ভালো। প্রাণিটি গহীন জঙ্গলের গর্তে থাকে।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ