রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

আলোকিত রাঙ্গামাটিঃ-

প্রকাশিত: ১৭:৩১, ১৫ জানুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩০ নভেম্বর ১৯৯৯

বিজিবি’র সহায়তায় বেঁচে গেল চাকমা নারীর জীবন

বিজিবি’র সহায়তায় বেঁচে গেল চাকমা নারীর জীবন

পার্বত্য জেলা রাঙ্গামাটির অন্তঃসত্বা এক নারীর জীবন সংকটের সময় মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ভোরে জুরাছড়ি’র বগাখালী গ্রামে থেকে হেলিকপ্টারে সেনাপতি চাকমা নামের ওই পিড়িত নারীকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসমপাতালে (সিএমএইচ) পৌছে দেয় বিজিবি।

মঙ্গলবার বিকেলে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা এ তথ্য জানান।

তিনি জানান, বিজিবি’র বগাখালী বিওপি’র (বর্ডার অবজারভেশন পোস্ট) আওতায় দুর্গম পাহাড়ি ওই গ্রামে নৃগোষ্ঠীর সেনাপতি চাকমা নামে অন্তঃসত্বা নারীর ভোরে প্রশব বেদনা শুরু হয়। স্থানীয় ধাত্রীর সহায়তা নেয় তার পরিবার। পরে মায়ের গর্ভেই নবজাতকের মৃত্যু হয়েছে বুঝতে পেরে তার স্বামী বগাখালী বিওপিতে এসে স্ত্রীর জীবন রক্ষার অনুরোধ করেন।

এ ঘটনায় বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তারা সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করে হেলিকপ্টারে ওই দুঃস্থ নারীকে দ্রুত চট্টগ্রাম সিএমএইচে পৌঁছে দেয়। পরে সেনাপতি চামার অস্ত্রপচার করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

তিনি আরো জানান, বিজিবি পার্বত্য এলাকার বাসিন্দাদের নিরাপত্তার পাশাপাশি মানবিক সহায়তা দিতে সব সময় চেষ্টা করে। নৃগোষ্ঠীর ওই পরিবারের পাশে থাকতে পেরে আনন্দিত।
 

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়