রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১২:৩৫, ২৬ মার্চ ২০২০

বিদেশ ফেরতদের বাড়িতে পুলিশের কোয়ারেন্টাইন স্টিকার

বিদেশ ফেরতদের বাড়িতে পুলিশের কোয়ারেন্টাইন স্টিকার

করোনাভাইরাস প্রতিরোধে যশোরের মণিরামপুরে বিভিন্ন দেশ থেকে ফেরত আসা ব্যক্তিদের বাড়িতে হোম কোয়ারেন্টাইন স্টিকার সাঁটছে পুলিশ। 

বৃহস্পতিবার সকাল থেকে বাড়ি বাড়ি যেয়ে এই কাজ করছে পুলিশ। স্টিকারে দেশে ফেরার ও কোয়ারেন্টাইনে থাকার সময়সীমা দেয়া আছে। দেশে আসা ব্যক্তিকে সেই সময়সীমা মেনে চলতে কঠোরভাবে বলা হচ্ছে।

এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদেশ ফেরত ব্যক্তিদের বাড়িতে লাল নিশান টানানো হয়। এলাকাবাসী যেন সহজে বিদেশ ফেরত ব্যক্তির বাড়ি চিনে সেই বাড়িতে প্রবেশ করা থেকে বিরত থাকেন সেই জন্য এই নিশান টানানো হয়ে।

খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ এসআই সালাউদ্দিন বলেন, বৃহস্পতিবার সকালে রঘুনাথপুর গ্রামে তিন বাড়িতে এবং রোহিতা ইউপির ২৫ বাড়িতে হোম কোয়ারেন্টাইন স্টিকার লাগানো হয়েছে। দেশে আসা ব্যক্তিকে সেই সময়সীমা মেনে চলতে কঠোরভাবে বলা হচ্ছে।

মণিরামপুর থানার সেকেন্ড অফিসার এসআই দেবাশীষ বলেন, বাইরের দেশ থেকে মণিরামপুরে ফেরা ব্যক্তিদের বাড়িতে লাগানোর জন্য থানা পুলিশের পক্ষ থেকে ৪৮ টি হোম কোয়ারেন্টাইন স্টিকার সরবরাহ করা হয়েছে। 

আলোকিত রাঙামাটি

সর্বশেষ