রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৬:২৩, ১০ নভেম্বর ২০২০

বিনা মূল্যে চিকিৎসার জন্য হাসপাতাল গড়তে চান মুশফিক

বিনা মূল্যে চিকিৎসার জন্য হাসপাতাল গড়তে চান মুশফিক

মুশফিকুর রহিম


করোনা ভাইরাসের কঠিন সময়ে ক্রিকেটারের বাইরে মুশফিকুর রহিমের অন্য রূপ দেখেছে সবাই। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে বরাবরই আগ্রহী তিনি। জাতীয় দলের এ ক্রিকেটার এবার জানিয়েছেন নিজের স্বপ্নের কথা। অসহায় মানুষদের জন্য বিনামূল্যে হাসপাতাল গড়তে চান মিস্টার ডিপেন্ডেবল।

সম্প্রতি দেশের এক জাতীয় দৈনিকে দেয়া সাক্ষাৎকারে নিজের স্বপ্নের কথা জানান মুশফিক। শুধু হাসপাতালই নয়, এর পাশাপাশি বগুড়ায় কিছু দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে মাসিক ভিত্তিতে সাহায্য করার চেষ্টাও করছেন তিনি। এছাড়া বগুড়ায় একটি উন্নত মানের ক্রিকেট একাডেমি করার পরিকল্পনা রয়েছে তার।

এ ব্যাপারে মুশফিক বলেন, আমার ইচ্ছে একটা হাসপাতাল করব। সেখানে বিনা মূল্যে চিকিৎসা করা হবে, এটাই আমার মূল লক্ষ্য। এ ছাড়া ফাউন্ডেশনের অধীনে আমার জেলা বগুড়ায় একটা ক্রিকেট একাডেমি করার পরিকল্পনা আছে। বর্তমানে আমরা শিক্ষা নিয়ে কাজ করছি।

নিজের নামে গড়ে তোলা ফাউন্ডেশনকে আরো বড় পরিসরে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে চান মুশফিক। তিনি আরো বলেন, বগুড়ায় কিছু দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আমরা ৮-১০ বছর যাবৎ মাসিক বৃত্তি দিয়ে সাহায্য করার চেষ্টা করছি। আমরা এটা আরো বড় পরিসরে করতে চাচ্ছি। বগুড়া থেকে যেন এটা পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি। 

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়