রাঙামাটি । বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ১৩ চৈত্র ১৪৩০

আলোকিত রাঙ্গামাটিঃ-

প্রকাশিত: ১৯:৫৭, ৮ মার্চ ২০২০

বান্দরবান

বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী

বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী

|| নিজেস্ব প্রতিনিধি ॥ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর। 

রবিবার (৮ মার্চ) নাইক্ষ্যংছড়িতে নব-নির্মিত ধুংরী হেডম্যান বৌদ্ধ বিহারসহ তিনটি প্রকল্পের উদ্বোধন করেন মন্ত্রী।

রবিবার দুপুরে নাইক্ষ্যংছড়ি পোঁছে নব-নির্মিত নাইক্ষ্যংছড়ি ধুংরী হেডম্যান পাড়ার কেন্দ্রীয় বহুতল বৌদ্ধ বিহার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৩০ লক্ষ টাকা ব্যয়ে কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে চেরাংঘর। 

এছাড়া সরকারি এ সফরে তিনি (মন্ত্রী) সকাল সাড়ে ১১টায় নাইক্ষংছড়ি ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয়ের ষ্টোডিয়ামে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৪০ লক্ষ টাকা ব্যয়ে নব-নির্মিত গ্যালারি উদ্বোধন করেন। দুপুর সাড়ে ১২টায় ধুংরী হেডম্যানের মাঠে ধুংরী হেডম্যান পাড়ার কেন্দ্রীয় বৌদ্ধ বিহার কমিটির আয়োজনে এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ধুংরী হেডম্যান বৌদ্ধ বিহারের অধ্যক্ষ আসাফা মাহাতের। 

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল আসাদুজ্জামান খান। বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আলী হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়াছির আরাফাত, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি, নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ ওসি মো: আনোয়ার হোসেন, জেলা পরিষদ সদস্য ক্যানোওয়ান চাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংহ্লাওয়ে মারমা, মহিলা ভাইস চেয়ারম্যন শামীমা আক্তার (গুন্নু), উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তাহের কোম্পানী, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ইমরান মেম্বার, সদর ইউপি চেয়ারম্যন নুরুল আবছার ইমন, বাইশারী ইউপি চেয়ারম্যান মো: আলম সোনাইছড়ি ইউপি চেয়ারম্যন এ্যনিং মারমা, ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ সহ প্রমূখ। 

উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর বলেন, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন উন্নয়নে এগিয়ে যাচ্ছে দেশ সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-নজরে থাকা পার্বত্য বান্দরবানের বিভিন্ন উপজেলা সহ আগামীতে এই উপজেলায় বিদ্যুৎবিহীন সব এলাকায় বিদ্যুৎ সহ বিভিন্ন দাবী পূরণের প্রতিশ্রুতি দেন তিনি।

এছাড়াও উদ্ধোধনী অনুষ্ঠানে সরকারি বেসরকারি প্রতিষ্টানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যান কারবারী, সুশীল সমাজের প্রতিনিধিরা সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ