রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১২:৩৭, ১৫ জুলাই ২০২০

বিলাইছড়িতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

বিলাইছড়িতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

শম্পু বাহাদুর থাপাঃ- রাঙামাটির বিলাইছড়িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ চারা গাছ এবং চারা রোপণের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বিলাইছড়ি উপজেলায় ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ১০০টি করে মোট- ৪,৮০০টি বনজ এবং ফলজ চারা গাছ এবং চারা রোপণের জন্য-১,০০০ করে মোট- ৪৮,০০০/- (আটচল্লিশ হাজার টাকা) অনুদান বিদ্যালয় প্রধান শিক্ষকদের মাঝে বিতরণ করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া।

এ সময় উপস্থিত ছিলেন, বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিলেষ চাকমাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়